বিএনপি নেতা আব্বাস-আলাল আটক

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:৪২ অপরাহ্ণ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে তাদের আটক করে রাজধানী ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

নয়াপল্টনে গত শনিবার বিএনপি’র মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের সময় পুলিশ হত্যা মামলার আসামী তারা।

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে শহীদবাগের একটি বাসা থেকে দুইজনকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি।

যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেটির কাছেই শাহজাহানপুরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা। পুলিশ সেই বাসা শনিবার থেকে ঘিরে রেখেছে বলে জানান রিজভী।

সমাবেশ পণ্ডের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

এর আগে গত রবিবার হরতালের দিন সকালে গুলশান থেকে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেন গোয়েন্দারা।

পরে তাকে সমাবেশ ঘিরে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়। রবিবার রাতেই তাকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্র-গুলিসহ যুবদল নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধগাজায় শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০