আসন্ন কোরবানির গরুর বাজারকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের যানজট ও জনভোগান্তির সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আগামী বুধবার (৬ জুলাই) থেকে বিবির হাট গরুর বাজার সংলগ্ন সড়ক দিয়ে কোনো বড় গাড়ি চলবে না। এসব গাড়ি চলবে ষোলশহর দুই নম্বর গেট দিয়ে বায়েজিদ-অক্সিজেন রোডে।
তবে, গরুবাহী যেকোনো গাড়ি এ রোড দিয়ে চলাচল করতে পারবে।
আজ সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।
তিনি বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে জনগণের ভোগান্তি লাঘব ও যানজট নিরসনের লক্ষ্যে মুরাদপুর-অক্সিজেন রোডে কোনো বড় গাড়ি চলাচল করবে না। তবে সব ধরনের গরু পরিবহনকারী গাড়ি চলাচল করবে।”
এ ছাড়াও জনগণের নিরাপত্তা ও যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বিবির হাট গরুর বাজার ও নূরনগর হাউজিং সোসাইটির পশুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে দুই পালায় তিনজন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), ১২ জন সার্জেন্ট ও প্রায় ৪০ জন কন্সটেবল দায়িত্ব পালন করবেন। বাজারে ক্রেতাসমাগম বাড়লে এ সংখ্যা আরও বাড়ানো হবে।