ভুজপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৭ অপরাহ্ণ

ভুজপরে এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় এ ঘটনা ঘটলেও ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ভুজপুর থানায় রাসেল ইরফান ও মো. মারুফ নামে দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে।

জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। মামলা দায়েরের পর এ ঘটনায় জড়িত রাসেলের সহযোগী মো. মারুফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, নিচিন্তা গ্রামের মৃত জার্মানির ছেলে রাসেল ইরফান মাদরাসায় আসা যাওয়ার পথে তার মেয়েকে প্রায়ই সময় উত্যক্ত করতো। এ বিষয়ে তিনি রাসেলকে সতর্ক করলেও রাসেল ক্ষান্ত হয়নি।

সর্বশেষ গত রবিবার ভুক্তভোগী ছাত্রী নিচিন্তা বকসু মিয়া সওদাগর বাড়ির পাশে রাবার বাগানের রাস্তা দিয়ে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে তার পথরোধ করে রাসেল। এ সময় মারুফ নামের রাসেলের এক বন্ধুর সহায়তায় ভিকটিমকে মুখে গামছা গুঁজে দিয়ে টেনে হিঁচড়ে পাশের পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমকে ধর্ষণ করে রাসেল পালিয়ে যায়।

এ ঘটনার পর ভিকটিমের কান্নার শব্দ শুনে পথচারীরা মেয়েটিকে উদ্ধার করে বিষয়টি ভিকটিমের পিতাকে জানালে গ্রামবাসী মিলে রাসেলকে ধাওয়া দিলে রাসেল পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, “মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মো. মারুফ নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধআমলকী পাড়তে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু