ভুজপুর থানার পশ্চিম ভুজপুর এলাকার একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলী আকবর (৩২) বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে মায়ার বাপের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলী আকবর একই এলাকার কাজিরহাট বাজার এলাকার শামসুল আলমের ছেলে এবং তিনি পেশায় নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী আকবর গতকাল বুধবার (৬ এপ্রিল) রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি গাছে তার বুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, “এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি হত্যা, সেটা এখনো নিশ্চিত নই। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”








