দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউপি’র ঢালারমুখ এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ (১৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি হেঁয়াকো চৌধুরী পাড়ার আবদুস সালামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হেঁয়াকো থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁতমারা বাজারের দিকে যাচ্ছিল। উল্টোদিকে থেকে আসা আরেকটি খালি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালক সোহাগের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই কলেজ ছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান, দাঁতমারা এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।