ভূজপুরে ৯ মাস পর মরদেহের ময়নাতদন্ত

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ১০:১১ অপরাহ্ণ

ভূজপুর থানার দাঁতমারা ইউপি’র সাপমারা এলাকায় ৯ মাস পর এক যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে।

আদালতের নির্দেশে আজ মঙ্গলবার(৩১ মে) দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির নেতৃত্বে মরদেহ উত্তোলনের সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন ফারুকীও উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর ওই এলাকার হতদরিদ্র আব্দুল কাদেরের ছেলে মুহাম্মদ ইমনের একই এলাকার আর্মি শফির মুরগির ফার্মে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছিল। ওইদিন ইমনের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।ৎ

পরে ইমনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ইমনের পরিবার আদালতে মামলা দায়ের করে। আর এই মামলার তদন্ত করার জন্য আজ মঙ্গলবার ইমনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ময়নাতদন্ত করে আবার সন্ধ্যায় তার মরদেহ দাফন করা হয় বলে নিশ্চিত করেন নিহতের পিতা আব্দুল কাদের।

পূর্ববর্তী নিবন্ধ‘সেট টপ বক্স’ বসানোর বাধ্যবাধকতায় ফের স্থগিতাদেশ
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে আজ