বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ডিবেটিং স্কিলস শীর্ষক কর্মশালা শুরু

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ৫:৩৫ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং ক্লাবের উদ্যোগে ৪ দিনব্যাপী ডিবেটিং স্কিলস শীর্ষক কর্মশালা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ এর সভাপতিত্বে গতকাল ৩০ অক্টোবর ২০২২-এ শুরু হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। অনুষ্ঠানে

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ খালেদ বিন চৌধুরী, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান, ডিবেটিং ক্লাবের উপদেষ্টাবৃন্দ যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নওরিন আফরিন, আইন বিভাগের শিক্ষক রিদোয়ানুল হক, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগ এর ইয়াসির সিলমী, ইংরেজী বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান, ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবরিনা জাহান মাঈশা।

কর্মশালায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, চিন্তনে মণনে যুক্তির প্রয়াস এই বিষয়কে উপজীব্য করে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। সঠিক যুক্তির মাধ্যমে কোন অমীমাংসিত বিষয়কে মীমাংসা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের আয়োজন হয়। বিতর্কের আপনার যুক্তি সমূহ হতে হবে অবশ্যই তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ এবং তা উপস্থাপন করতে হবে সুন্দর, মার্জিত ভাষায় । বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে দক্ষ বিতার্কিক সৃষ্টির লক্ষ্যে ডিবেটিং ক্লাবের এই কর্মশালার আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমি দৃঢ় আশাবাদী এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ বিতার্কিক সৃষ্টি হবে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সাফল্য বয়ে আনবে।

৪ দিনব্যাপী উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে অজগর অবমুক্ত