দক্ষ মানবসম্পদ গড়তে দরকার শিক্ষা সহায়ক পরিবেশ

বিজিসি ট্রাস্টের নবীন বরণে উপাচার্য প্রফেসর আওরঙ্গজেব

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৭:১৮ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সামার ২০২২ (জুলাই-ডিসেম্বর) সেশনের ব্যবসায় প্রশাসন ও আইন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সামার ২০২২(জুলাই-ডিসেম্বর) সেশনের ব্যবসায় প্রশাসন ও আইন বিভাগের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠানের আহ্বায়ক ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাখে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য আফরীন আহমদ হাসনাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম. আবু নোমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য।

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হান্নান।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নওরীন আফরীন ও আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা তৃনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া তুনাজ খান ও রাজশ্রী দাশ।

কোরআন তেলওয়াত করেন সিএসই বিভাগের রাশেদ খান, গীতা পাঠ করেন আইন বিভাগের ছাত্র আদিত্য বৈদ্য ও ত্রিপিটক পাঠ করেন বিবিএ এর ছাত্র সাগর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, “বিশ্ববিদ্যালয় হতে মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করে বর্তমানে অনেক শিক্ষার্থী দেশ ও বিদেশে সুনামে সাথে প্রতিষ্ঠিত হয়েছেন।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যত, তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে, আর সেজন্য দরকার শিক্ষা সহায়ক পরিবেশ ও যুগোপযোগী মানসম্পন্ন শিক্ষা। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, অত্র অঞ্চলের স্বল্প আয়ের মানুষদের কাছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌছাঁনোর লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ এই বিজিসি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। আমি আশা করি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতের জন্য নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে দেশ গড়ার প্রত্যয়ে নিজেদের আত্মনিয়োগ করবে।”

গেস্ট অব অনার বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য আফরিন আহমদ হাসনাইন বলেন, “বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত, সেশনজট মুক্ত ও শিক্ষা সহয়ক পরিবেশে আধুনিক ও যুগোপযোগী মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। গ্রামীণ জনপদে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা যাতে স্বল্প খরচে ্উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে সে মানষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠিত। আমি আশা করছি আজকের নবাগতরা আগামীদিনে এই বিশ্ববিদ্যালয়ে একজন এম্বেসেডর হিসেবে কাজ করে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে এবং বিদেশে ছড়িয়ে দিবে।”

বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম. আবু নোমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই চলবে না শিক্ষার্থীদের ক্লাশে নিয়মিত উপস্থিত হয়ে পড়ালেখায় আরো মনোনিবেশ করতে হবে। তবেই ভাল ডিগ্রী অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। অন্যথায়, প্রতিযোগিতাময় বিশ্বে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা যাবে না।”

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধসুতার বদলে এলো মদ