আইজিপি বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। তাই জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে তার অংশ নিতে যাওয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল তা দূর হয়েছে।
তবে ভিসার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এগুলোর মধ্যে আছে আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আজ বৃহস্পতিবার(২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, “আইজিপি স্যারের ভিসা হয়েছে, তিনি ইউএন অনুষ্ঠানে যাবেন।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে জানিয়েছিল, জাতিসংঘ সদর দপ্তরে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে।
সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিনিধি দলে পুলিশ প্রধান বেনজীর ছাড়াও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।
কিন্তু যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বেনজীর এ সম্মেলনে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তখন আশাবাদ প্রকাশ করলেও বেনজীরের ভিসার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না।
তবে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনজীরের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হলো।
জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, “যে ছয়জনের নামে সরকারি আদেশ জারি হয়েছিল, সেই ছয়জনই যাবেন। আর এই দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী স্যার।”
সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্টের দিকে এই দলটির নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। তারা ফিরতে পারেন ৩ সেপ্টেম্বর।
সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ পুলিশের জননিরাপত্তা বিভাগ বহন করবে বলে জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরেই জিও জারির বিষয়ও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গত ডিসেম্বরে র্যাব ও এর সাবেক-বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর।
ওই সময়ে আলাদা আরেকটি তালিকায় বিভিন্ন দেশের ১২ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনার কথা জানায় সেই দেশের পররাষ্ট্র দপ্তর।
ওই তালিকায় র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদের নামও ছিল।