চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের চলমান কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “এটি মেয়াদোত্তীর্ণ কমিটি। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা শীঘ্রই নতুন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব।”
শাখা ছাত্রলীগের চলমান সংঘর্ষের ব্যাপারে বলতে গিয়ে এসব কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তিনি আজাদীকে বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কখনো সংঘাতকে বরদাশত করে না৷ আমরা এ ব্যাপারে খতিয়ে দেখে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এর আগে গত বুধবার রাত ১০টার পর খাবারের দোকানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বগিভিত্তিক সিক্সটি নাইন ও সিএফসি পক্ষ।
রাতের পর বৃহস্পতিবার দিনেও দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা৷ পরে বৃহস্পতিবার রাত ১২টার পর দুই হলে তল্লাশি চালায় প্রশাসন৷ এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “এসব ব্যাপারে ইতোমধ্যেই তাকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি তার অবস্থার উন্নতি না হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”












