এবার সাবেক সাংসদ ও মেয়র মাহমুদুল ইসলামকে কুলাঙ্গার ডাকলেন বাঁশখালীর এমপি মোস্তাফিজ রহমান চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এমপি মোস্তাফিজ বলেন, বাঁশখালীতে জাতীয় নেতার পাশাপাশি কিছু কুলাঙ্গারও রয়েছে। জাতির জনকের হত্যার বিচার না হওয়ার জন্য যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেখানে বাঁশখালীর কুলাঙ্গার মাহমুদুল ইসলামও স্বাক্ষর করেছিল। তিনি এসব কুলাঙ্গারদের থেকে জনগণকে সাবধান থাকারও আহবান জানান।
শুক্রবার (আজ) দুুপুরে বাঁশখালীর শেখেরখীল লালজীবন পাড়ায় অবস্থিত শহীদ মৌলভী ছৈয়দ আহমদের কবরে পুষ্পস্তবক অর্পন শেষে এক সমাবেশ বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
উল্লেখ্য, এর আগে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করে বিতর্কের সৃষ্টি করেছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলের নেতারাই তাঁর এই কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন।