সমাবেশ ‘বানচাল’ করতে বরিশালে মাইক্রোবাস চলাচল বন্ধ

বিএনপির দাবি

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ১০:১৪ অপরাহ্ণ

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২টা থেকে বরিশালে মাইক্রোবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস্য মো. ফরিদ।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে বরিশাল থেকে সকল স্থানে মাইক্রোবাস চলাচল বন্ধ করা হয়েছে। একই সাথে দেশের কোনো স্থান থেকে বরিশালে মাইক্রোবাস আসবে না। ৫ নভেম্বর পর্যন্ত মাইক্রোবাস বন্ধ থাকবে।”

মাইক্রোবাস চলাচল বন্ধের কারণ জানতে চাইলে মাইক্রোবাস মালিক সমিতির এই নেতা কোনো সদুত্তর দিতে পারেননি।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন থেকে সমাবেশের দিন পর্যন্ত বাস, লঞ্চ, স্পিড বোট ও থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণা করা হয় বিভিন্ন কারণ দেখিয়ে। বিএনপির নেতারা বলছেন সমাবেশ বানচাল করতে সরকার এই ষড়যন্ত্র করছে।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে ২৫ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ছাত্রদল নেতা নিহত