পটিয়ায় ট্রাক চাপা পড়ে বাঁশখালীর যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর এক যুবক আজ শুক্রবার (১১ আগস্ট) বিকা‌লে পটিয়ার মনসার টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ ক‌রে‌ছেন। তার নাম মাহমুদুল করিম বলে জানা গেছে।

তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের প‌শ্চিম পুঁইছ‌ড়ি এলাকার মৃত ফজল করিমের পুত্র।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, মাহমুদুল করিম নি‌জের মোটরসাই‌কেল নি‌য়ে কা‌জে গে‌লে সেখা‌নে পটিয়ার মনসার টেক এলাকায় গা‌ড়িসহ ট্রা‌কে চাপা প‌ড়ে মৃত্যুবরণ ক‌রেন।

তার পৈতৃক নিবাস পুঁইছ‌ড়ি হ‌লেও তিনি বর্তমা‌নে পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের ১৪নং মাঠ চন্দ্রপুর পাহা‌ড় এলাকায় নতুন বা‌ড়িতে বসবাস ক‌রেন ব‌লে সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধতিন বোর্ডের এইচএসসি শুরু ২৭ আগস্ট
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ১৮৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি