বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আশরাফুল হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে সংঘটিত ঘটনায় নিহত আশরাফুল হাসান সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের সোনা মিয়ার পুত্র।
এ ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
ঘটনার ব্যাপারে সরল ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রোকসানা আক্তার বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল হাসানের নিহত হওয়ার বিষয়ে জানতে পেরে আমরা তার পরিবারসহ ঘটনাস্থলে যাই। গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পারি ওই কিশোর ফার্মে চাকরি করত। দুপুরে ফার্মের একটি বাল্বের হোল্ডারের তার ছেঁড়া দেখে সেটা ঠিক করতে যায়। এতে হোল্ডারের তার দুটো হাতে নিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।”
এ ঘটনায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।”