দুবাইয়ে বাঁশখালীর যুবকের ক্যান্সারে মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৪১ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই‌য়ে বাঁশখালীর এক যুবক ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) আল আইন হাসপাতালে মৃত্যুবরণ ক‌রেন।

তিনি পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম নাটমুড়া গ্রামের নজির আহমেদের ৩য় পুত্র মো. মামুন (২৮) বলে জানা গেছে।

স্থানীয় ও প‌রিবা‌রিক সূত্রে জানা যায়, মো. মামুনের নামা‌যে জানাযা আগামীকাল বৃহস্প‌তিবার (২৪ আগস্ট) ‍দুবাই‌য়ে অনু‌ষ্ঠিত হ‌বে। আগামী শুক্রবার কিংবা শ‌নিবার তার মরদেহ বাংলা‌দে‌শের নিজ বা‌ড়ি বাঁশখালীতে আনার প্রক্রিয়া চল‌ছে ব‌লে জানান স্থানীয় ইউ‌পি সদস্য মো. ফ‌রিদ আহমদ।

তি‌নি আ‌রো জানান, অল্প কিছু‌দিন পর মামু‌নের দে‌শে এ‌সে বি‌য়ে করার কথাও ছিল কিন্ত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হ‌য়ে গতকাল ২২ আগস্ট সে মৃত্যুবরণ ক‌রে।

পূর্ববর্তী নিবন্ধভাবির সাথে কোনো দ্বন্দ্ব নেই জি এম কাদেরের
পরবর্তী নিবন্ধবিমান বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনা প্রধান প্রিগোজিনের মৃত্যু