বাঁশখালী ইকোপার্কে ছিনতাইয়ের অ‌ভি‌যো‌গে এক যুবক আটক

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ৭:৩৩ অপরাহ্ণ

বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকের কাছ থে‌কে ছিনতাইয়ের অ‌ভি‌যো‌গে এক যুবক‌কে আজ বুধবার(৩ আগস্ট) সকা‌লে আটক করে পু‌লি‌শে দি‌য়ে‌ছে জনতা।

ইকোপার্কের দা‌য়িত্বরত বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনতা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার(২ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলার পেকুয়া ফাঁসিয়াখালী এলাকা থেকে ৪ জন স্কুলবন্ধুর সাথে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসে পেকুয়া ফাঁসিয়াখালী এলাকার এক সৌদি প্রবাসীর কন্যা ও তার অপর ৪ বন্ধু।

তারা বাঁশখালী ইকোপার্কে এসে ঝুলন্ত ব্রিজে কিছু সময় কাটায়। স্কুল ছাত্রী‌টি ও তার বন্ধু আরফাত অপর ৩ বন্ধুকে ব্রিজে রেখে কিছুদূর এগিয়ে গেলে সেখানে ছিনতাইয়ের শিকার হয় বলে জানা যায়। এসময় ছিনতাইকারীরা ওই স্কুল ছাত্রীকে বুকে ছুরি ঠেকিয়ে টানাহেঁচড়া করে নগদ ৮০০ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে তাদের চিৎকার শুনে অপর তিন বন্ধু এগিয়ে গেলে তাদেরকেও ভয়-ভীতি প্রদর্শন করা হয়। তখন ওই ছিনতাইকারীকে অন্যান্য পর্যটকরা ধরে বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের হাতে তুলে দেয়।

এসময় তাকে ইকোপার্কের একটি কটেজে আটকে রেখে পুলিশকে খবর দেয়া হলে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বে ওই ছিনতাইকারী কটেজের লোহার জানালা ভেঙে পালিয়ে যায়। পরে সে ছিনতাইকৃত স্ব‌র্ণের চেইনটি বি‌ক্রি কর‌তে গে‌লে কৌশ‌লে বন‌বিভা‌গের কর্মচারী ও স্থানীয় জনতা আজ বুধবার(৩ আগস্ট) সকালে ছিনতাইকারী রুবেল দেবকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

রুবেল দেব স্থানীয় শীলকূপ ইউপির ৯নং ওয়ার্ডের শিবু দেবের পুত্র বলে জানা গেছে।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, “ঘটনার সময় আমি মামলার হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে ছিলাম। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ছিনতাইকা‌রীকে আটক করে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করি।”

বাঁশখালী থানার এসআই লিটন চাকমা বলেন, “বাঁশখালী ইকোপার্কে ছিনতাইয়ের ঘটনায় রুবেল দেব নামে একজনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধশনাক্ত কমেছে, মৃত্যু ৩
পরবর্তী নিবন্ধবহিষ্কৃত হয়েও পরীক্ষা দিল চবির দুই ছাত্রলীগ কর্মী