চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ব্রাক্ষণ পাড়া গ্রামে অজ্ঞাত পরিচয় (৬২) এক বৃদ্ধের লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে কালীপুর রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুকুর থেকে সেটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাণীগ্রাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত ওই বৃদ্ধকে।
সাধনপুর ইউনিয়নের ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য বলেন, “নিহত ব্যক্তিটির বয়স প্রায় ৬২ বছর হবে। শুদ্ধ ভাষায় কথা বলতেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরে বাণীগ্রাম মোড় এলাকার কালীবাড়ি পুকুরে তিনি প্রতিদিন গোসল করতেন। প্রায় শখানেক ডুব দিতেন। আজ শনিবার সকালেও তিনি এভাবে গোসলে নেমে মৃত্যুবরণ করেন। লাশটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।”
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহ উদ্দিন কামাল নিহতের পরিচয় অজ্ঞাত এবং মানসিক ভারসাম্যহীন বলে জানান।