বাঁশখালী‌তে দুই ট্রা‌কের মুখোমু‌খি সংঘ‌র্ষে চালক গুরুতর আহত

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৪:৫২ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার প্রধান সড়‌কের চাম্বল ও শে‌খের‌খি‌লের মধ‌্যবর্তী ফের‌দৌস চেয়ারম‌্যান ঘাটা এলাকায় দু‌ই ট্রা‌কের মুখোমু‌খি সংঘ‌র্ষ হয়। এ‌তে দু‌’টি ট্রা‌কের সাম‌নের অংশ ক্ষ‌তিগ্রস্থ হওয়ার পাশাপা‌শি মো. মা‌নিক না‌মে এক চালক পা‌য়ে আঘাত পে‌য়ে গুরুতর জখম হয়।

আজ শনিবার (২৪ জুন) দুপুর ১২টার সময় সংঘ‌টিত এ ঘটনায় আহত ট্রাকচালক চাম্বল ইউ‌নিয়‌নের ৫নং ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার নাছির উদ্দিনের পুত্র।

আহত চালক‌কে প্রথ‌মে চাম্ব‌লে অবস্থিত বেসরকা‌রি হাসপাতা‌লে ও প‌রে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চ‌মে‌ক) হাসপাতালে প্রেরণ করা হয় ব‌লে স্থানীয় সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একাধিক সামরিক সমঝোতা
পরবর্তী নিবন্ধচরতি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত