দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় নির্মিতব্য দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প এস.আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী বীরবিক্রম।

তিনি এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে এ কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, “বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এ প্রকল্প দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের অবদান রাখবে। প্রকল্পটি নির্মাণের ফলে বাঁশখালীর মানু্ষরে ভাগ্য বদলে যাবে। বিদ্যুৎ কেন্দ্র্রটি চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতিসহ বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বর্তমান শেখ হাসিনার সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের এসএস পাওয়ার প্ল্যান্ট-এর মতো বিদ্যুৎ কেন্দ্রগুলো দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) মো. মাহাবুবর রহমান,চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পাওয়ার গ্রিড কোম্পানি অভ বাংলাদেশ লি. (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল-এর মহাপরিচালক মো. হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার পিএস মুক্তাদির আজিজ, পিএস টু সচিব (উপ-সচিব) এরাদুল হক, খনিজ সম্পদ বিষয়ক উপসচিব সাইফুল ইসলাম আজাদ, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, ডেপুটি প্রকল্প পরিদর্শক ও ইলেকট্রিক্যাল এন্ড সাইড প্রজেক্ট ম্যানেজার ফয়জুর রহমান, ফাইনান্স্যিয়াল অফিসার (সিএফও) মো. এবাদত হোসেন ভুইয়্যা, এস. আলম গ্রুপের ভাইস-চেয়ারম্যান আবদুস সামাদ লাভু, এস. আলম গ্রুপের পরিচালক শহীদুল ইসলাম, এসএস পাওয়ার প্লান্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক দীপংকর মজুমদার, ডেপুটি প্রকল্প পরিচালক(মেকানিক্যাল) মোস্তাফিজুর রহমান, তান জিলিং, ওয়াং জিয়াং, এস. আলম গ্রুপের ভূসম্পদ বিভাগের প্রধান মোস্তান বিল্লাহ আদিল, এসএস পাওয়ার প্লান্টের সমন্বয়কারী ফারুক আহমদ, আনোয়ারা (সার্কেল) সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস নাগিব মাহফুজ, বাঁশখালীর পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ সহ প্রকল্পে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ।

জানা যায়, বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে। কোম্পানিটিতে এসএস পাওয়ার ওয়ান লিমিটেড-এর ৭০ শতাংশ এস আলম গ্রুপ এবং চীনের সেপকো থ্রি-এর ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

কেন্দ্রটি আগামী জুনে পুরোদামে উৎপাদনে যাবে এবং ১২শ ২৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধচিনির আমদানি শুল্ক প্রত্যাহার
পরবর্তী নিবন্ধপর্নোগ্রাফি আইনের মামলায় পুলিশ কন্সটেবল রিমান্ডে