চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশকর্মী থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার সহ ২ ছিনতাইকারিীকে গ্রেফতার করেছে।
বাঁশখালী থানা পুলিশের এসআই রাজীব চন্দ্র পোদ্দার এবং এসআই আহসান হাবীব, এএসআই আবদুল খালেকসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে ছিনতাইকারী মো. বাহার চৌধুরী (২৬) ও মো. বোরহান উদ্দিন(২৫)কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২ লক্ষ ৬৮ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা, ২টি স্মার্ট মোবাইল ফোন, ২টি ছুরি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
থানায় প্রদত্ত অভিযোগ এবং পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সকালে সাধনপুর এলাকায় বিকাশ-এর এসআর কমিউনিকেশন ডি.এস.এ. কর্মরত কালীপুরের আসাদুজ্জামান নুর থেকে ২ লক্ষ ৬৮ হাজার টাকা, একটি মোবাইল ট্যাব সহ ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে তিনি বাঁশখালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান নিশ্চিত করার পর সোমবার রাতে চট্টগ্রাম মহানগর এবং বাঁশখালীর পুকুরিয়া এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “বিকাশ কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নেমে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ ছিনতাইকৃত টাকার ৪৬ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন, ২টি ছুরি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।