বাঁশখালীতে নির্বাচন পরবর্তী সংঘর্ষ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৪৮ অপরাহ্ণ

বাঁশখালীতে নির্বাচন পরবর্তী ছনুয়া, গণ্ডামারা, শীলকূপ ও সাধনপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার(১৫ জুন) রাত থেকে আজ বৃহস্পতিবার(১৬ জুন) রাতে এ সংবাদ লেখা পর্যন্ত উপরোক্ত ঘটনায় আহতরা বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

বাঁশখালীর ১৩টি ইউনিয়নের নির্বাচন গতকাল বুধবার সম্পন্ন হয়। নির্বাচন পরবর্তী বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা এ ঘটনায় জড়িয়ে পড়লেও বৃহস্পতিবার রাতে এ সংবাদ লেখা পর্যন্ত বাঁশখালী থানায় সুনিদিষ্ট কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন।

এদিকে, পৃথক বিচ্ছিন্ন ঘটনায় আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসাগ্রহণকারীরা হলো সাধনপুর এলাকার দানু মিয়ার পুত্র জামাল আহমদ (৪০), বাঁশখালী এলাকার মৃত সোলতান আহমদের পুত্র মো. ইলিয়াছ (৩৬), ছনুয়ার ৬নং ওয়ার্ডের জমির উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (৪০), নয়াপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মিজান (৩১), মৃত নুরুছফার পুত্র হুমায়ুন (৫০), আবদুল রহিমের পুত্র মিজানুল কবির (৩৫), রহিমা বেগম (৩৮), হামিদুল হক (৫০), গণ্ডামারা এলাকার মৃত জাফর আহমদের পুত্র মোবারক (৪০), মো. আনছারের পুত্র দীন মোহাম্মদ (২৫), জামাল উদ্দিনের পুত্র আহমদ হোসেন (২৫), শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউল আলম (৩৫)।

তাদের মধ্যে বদিউল আলম গুরুতর আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআবার বাড়ছে করোনা রোগী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামেও বাড়ছে করোনা রোগী