সড়ক দুঘর্টনায় তিন দিন আগে আহত বাঁশখালীর ব্যবসায়ীর মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৫:১১ অপরাহ্ণ

বাঁশখালী উপ‌জেলা সদরের জনতা ফার্মেসির মালিক ফরিদ আহমদ (৬০) আজ সোমবার (২৩ অক্টোবর) সকা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ ক‌রেছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত তিন‌ দিন আ‌গে বিকা‌লে বাঁশখালী থে‌কে সাতকা‌নিয়ায় নিজ বা‌ড়ি যাওয়ার প‌থে মোটরসাই‌কেল দুঘর্টনায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে চট্টগ্রা‌মের পার্ক‌ভিউ বেসরকা‌রি হাসপাতা‌লে নি‌য়ে উন্নত চি‌কিৎসা সেবা প্রদান করা হ‌লেও সেখা‌নে আজ সোমবার সকাল ১১.৪০‌টায় তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক কাজ সারতে গিয়ে অ*স্ত্রধারীদের হাতে অ প হৃ ত টেকনাফের যুবক
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অবৈধ ব্রিক ফিল্ড, ২ লাখ টাকা জরিমানা