বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি ২নং ওয়ার্ড রোয়াইপাড়া সাইরিবরো ধানি জমিতে আজ বুধবার (৩১ আগস্ট) ভোরে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক মুসল্লি দেখতে পেয়ে নবজাতকটিকে উদ্ধার করার পর রাজাখালী মাদ্দরপাড়া ১নং ওয়ার্ডের ফিরোজ আহমদের স্ত্রী আমেনা বেগম নবজাতকটিকে পেকুয়া লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখেন।
নবজাতকটিকে তার নিজের কাছে রাখার খবর পাওয়া গেলেও সন্তানহীন অনেকে এ নবজাতককে নেওয়ার জন্য নানাভাবে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “এক নবজাতক পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পেকুয়ার এক সন্তানহীন মহিলা সেই নবজাতককে নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে নিজের তত্বাবধানে রাখেন।”
কেউ যদি এ ব্যাপারে অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।