বাঁশখালী‌তে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দা‌য়ে জ‌রিমানা

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ১১:১৪ অপরাহ্ণ

আগামী ১৫ জুন অনু‌ষ্ঠেয় বাঁশখালীর ১৩‌টি ইউ‌নিয়‌নের নির্বাচন সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ করার জন্য প্রশাস‌নের পক্ষ থে‌কে প্রতি‌দিন ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হ‌চেছ।

তারই অংশ হিসা‌বে আজ শ‌নিবার(১১ জুন) বিকাল থে‌কে রাত পর্যন্ত গণ্ডামারা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই সময় প্রচারণা ক্যাম্পে বিধিবহির্ভূত উচ্চ আওয়াজে সঙ্গীত পরিবেশন, খোলা ট্রাকে উচ্চ শব্দে গান বাজিয়ে নেচে-গেয়ে নির্বাচনী পরিচালনা করায়, প্রতীক হিসাবে কাপড়ের আনারস ঝুলানো, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় গণ্ডামারা ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়, প্যান্ডেলে ব্যবহৃত আলোকসজ্জার সরঞ্জামাদি, শব্দ যন্ত্র, মাইক ও সাউন্ড বক্স জব্দ করা হয়।

এ‌দি‌কে, নির্বাচনী প্রচারণার শুরু থে‌কে আজ পর্যন্ত নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২৬ জন সাধারণ সদস্য প্রার্থীকে মোট ৪ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধজেঠাতো বোনের জামাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত