বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি খদুল্লাহ পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি খদুল্লা পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে বাঁশখালী থানা পুলিশ ও বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা সাথে ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি খদুল্লা পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”
যেখানে অবৈধভাবে পাহাড় কিংবা মাটি কাটা হবে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।