বাঁশখালী‌তে সর্বরোগের চি‌কিৎসকের ৬ মা‌সের জেল

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৭:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুণাগরীতে বাঁশখালী ফার্মেসিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজ বৃহস্প‌তিবার (২০ জুলাই) দুপুর থে‌কে সন্ধ্যা পর্যন্ত প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে প্রতারণামূলকভাবে পেনড্রাইভ ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে সর্বরোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করার অপরাধে সাতকানিয়া উপজেলার নাসিরুদ্দিন-এর পুত্র গ্রাম্য ডাক্তার মো. ইউনুস(৪৫)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া পঁচা বাসী খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর পরিচালনা করায় কালীপু‌রের গুনাগরীর ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী যারা নানা অ‌নিয়ম ও জনস্বার্থ বি‌রোধী কাজ কর‌বে তা‌দের অবশ্যই আই‌নের আওতায় আনা হ‌বে ব‌লে জানান।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দুই মামলা
পরবর্তী নিবন্ধটেকনাফে সমুদ্র চরে মানবকঙ্কাল