চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের লটমনিতে অবস্থিত ওয়ান স্টার ব্রিকস ইটভাটাকে পাহাড়ি গাছ ও জমির মাটি ব্যবহার করায় ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২ এপ্রিল) বিকালে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, সাধনপুরের লটমনিতে অবস্থিত ওয়ান স্টার ব্রিকস ইটভাটাটি পরিবেশের ছাড়পত্র ব্যতীত ইটভাটা স্থাপন, ইট প্রস্তুতে পাহাড়ি গাছ ব্যবহার, কৃষি জমির মাটি ব্যবহার করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তার সত্যতা পেয়ে ওয়ান স্টার ইট ভাটার মালিক মো. নুরুল আলম(৬২)কে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ও ১৬ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সব সময় তৎপর। তারই ধারাবাহিকতায় সাধনপুরের লটমনিতে অবস্থিত ওয়ান স্টার ব্রিকস ইটভাটাকে পাহাড়ি গাছ ও জমির মাটি ব্যবহার করায় ২ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়।”