চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নানা অভিযোগে ব্যবসায়ীদের ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় নানা অনিয়মে জড়িত কিছু অসাধু ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে দোকান বন্ধ রেখে পালিয়ে যায়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব আজ শনিবার (২৫ মার্চ) দুুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বৈলছড়ি ও চেচুরিয়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করা, অস্বাস্থ্যকর পরিবেশে নর্দমার পাশে রান্নাঘর স্থাপন ও খাবার পরিবেশন করা, ড্রাগ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ফিজিশিয়ান্স স্যাম্পল বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মুদি দোকান, ফার্মেসি, খাবার হোটেলসহ ১০টি প্রতিষ্ঠানের ১০ ব্যক্তিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সকল অনিয়মের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখা হবে।”