চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ি ও পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরাতন ঘাট এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আজ রবিবার (৫ মার্চ) দুপুরে ও সন্ধ্যায়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বাঁশখালীর পু্ঁইছড়িতে পাহাড়ি গাছ কেটে ইটভাটায় নেওয়ার খবরে পরিচালিত এ অভিযানে পাহাড়ি গাছভর্তি ট্রাক জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী আরেক অভিযান পরিচালনা করেন।
এ সময় শঙ্খ নদী হতে অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
পরে এগুলো পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির উদ্দিনের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে গাছভর্তি ট্রাক জব্দ ও শঙ্খ নদী হতে অবৈধভাবে বালি উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়।”