বাঁশখালী‌তে ভ্রাম‌্যমাণ আদাল‌তে ১ লাখ ২০ হাজার টাকা জ‌রিমানা

অস্বাস্থ‌্যকর ও‌টি, নিষিদ্ধ প্রসাধনী বিক্রয় ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকা

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার কালীপুর ইউ‌নিয়‌নের রামদাস মুন্সীরহাট ও গুণাগরীতে অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে হাসপাতা‌লের অপারেশন থিয়েটার (ওটি), নিষিদ্ধ প্রসাধনী ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় ভ্রাম‌্যমাণ আদাল‌তে ১ লাখ ২০ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়েছে।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকা‌লে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অ‌ভিযান সূত্রে জানা যায়, কালীপুর ইউ‌নিয়‌নের রামদাস মুন্সীরহাট ও গুণাগরীতে বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী বিক্রয় করায় স্বপ্নীল সুপার মার্কেটের আল রহমান প্রসাধনী ও জাহেদ প্রসাধনী-এর প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার পরিচালনা করায় বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অগ্নি নির্বাপণের ব্যবস্থা না থাকায় স্বপ্নীল সুপার মার্কেটের মালিকপক্ষকে ৪০ হাজার টাকা ও গুণাগরীস্থ গণি প্লাজার মালিকপক্ষকে ৫০ হাজার টাকা মি‌লে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, “সকল অ‌নিয়‌মের বিরু‌দ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। তারই ধারাবা‌হিকতায় এ অ‌ভিযান নিয়‌মিত অব্যাহত থাক‌বে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গহীন অরণ্য থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলিত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধটেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার