চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সীরহাট ও গুণাগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি), নিষিদ্ধ প্রসাধনী ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সীরহাট ও গুণাগরীতে বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী বিক্রয় করায় স্বপ্নীল সুপার মার্কেটের আল রহমান প্রসাধনী ও জাহেদ প্রসাধনী-এর প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার পরিচালনা করায় বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অগ্নি নির্বাপণের ব্যবস্থা না থাকায় স্বপ্নীল সুপার মার্কেটের মালিকপক্ষকে ৪০ হাজার টাকা ও গুণাগরীস্থ গণি প্লাজার মালিকপক্ষকে ৫০ হাজার টাকা মিলে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার। তারই ধারাবাহিকতায় এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”