সড়‌কে মালামাল রে‌খে যানজট সৃ‌ষ্টি করায় বাঁশখালীতে জ‌রিমানা

বাঁশখালী প্রতি‌নি‌ধিঃ | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৬:২১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ি বাজার এলাকায় উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসা‌নের নেতৃ‌ত্বে এক ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়।

আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল থে‌কে দুপুর পর্যন্ত প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ইসলাম মিয়া(৪৫)কে স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন ২০০৯ এর ৯৮(৫)ধারার অপরাধে ৮৯(২)ধারা মতে ১০ হাজার টাকা, মামুনুর রশিদ(৪৫)কে স্থানীয় সরকার (ইউপি পরিষদ)আইন ২০০৯ এর ৯৮(৫)ধারা অপরাধে ৮৯(২)ধারা মতে ১৫ হাজার টাকা এবং আমির উদ্দিনকে দণ্ডবিধি ১৮৬০এর ১৮৮ ধারা মতে ৫০০ টাকা জ‌রিমানা করা হয়।

জানা যায়, বৈলছড়ি বাজার শেডের বাহিরে রাস্তার উপরে মাছ ব্যবসায়ীরা, কালভার্টের উপর বসা সবজি বি‌ক্রেতেরা যানজট সৃষ্টি করায় রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।

এই সময় বাজার ইজারাদারকে এই বিষয়ে সর্তক করা হয়।

এছাড়া এই সময় প্রধান সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখায় একজন ভবন মালিককে ও রাস্তার উপর স’মিলের গাছের গুড়ি রাখায় স’মিলের মালিককে জরিমানা করা হয়।

বাঁশখালীর একমাত্র প্রধান সড়ক‌কে যানজট মুক্ত রাখায় উপ‌জেলা প্রশাসনের পক্ষ থে‌কে ধারাবা‌হিকভা‌বে উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করা হ‌চ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকা‌জীর দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কোর্টহিলে পুলিশের গাড়ির চাকায় পথচারী নিহত