চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে জমির টপসয়েল কাটার দায়ে ৫টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। আজ সোমবার (২ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত পুঁইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুটখালী ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এই সময় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে কৃষি জমি চাষের অনুপযোগী করার সময় ৫টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার পুঁইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত ওসমানের জিম্মায় দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “জমির উর্বরতা রক্ষায়, মাটি কাটা বন্ধে আইনশৃংখলা সভার মাধ্যমে সকল জনপ্রতিনিধিদের জানিয়ে দেওয়া হলেও তা বন্ধ হচ্ছে না।”
তিনি মাটি কাটা এবং উর্বরতা রক্ষায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং কৃষি উৎপাদন রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।