বাঁশখালীতে মাটি কাটায় স্ক্যাভেটর জব্দ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৬:২৯ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার জলদি ৪নং ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটা ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে ও অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, পৌরসভার জলদি ৪নং ওয়ার্ডের ছরার পাড়ে মাটি কাটা ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। মাটি কাটা ও বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত স্ক্যাভেটর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় বান্দরবানে ৩ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসিরিঞ্জ একাধিকবার ব্যবহারের জন্য মজুদ করায় রাঙ্গুনিয়ায় ফার্মেসিকে জরিমানা