বাঁশখালী উপজেলার পাহাড়ি চাম্বল, পুঁইছড়ি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ৮নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকায় পাহাড় কাটার সময় একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।
পাহাড় কাটার সাথে ৮নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার শের আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, এই সময় পার্শ্ববর্তী ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, “অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলন রোধে প্রশাসন সবসময় সক্রিয়। তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে পাহাড় কাটায় পুঁইছড়ির সাবেক মেম্বার শের আলীকে ২ লক্ষ টাকা জরিমানা, একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।”