“মা ইলিশ ধরা বন্ধ করি, ইলিশ সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ রয়েছে।
এ আইন অমান্য করে বাঁশখালীর উপকূলীয় এলাকার সাগরে জাল ফেলার অভিযোগে আজ শনিবার (১৫ অক্টোবর) অভিযান পরিচালনা করা হয়।
মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা বন্ধ কার্যক্রম বাস্তবায়নে বাঁশখালী উপজেলার ছনুয়া ঘাট হতে সাগরের কুতুবদিয়া চ্যানেল এবং কাটখালী, ফাঁড়ির মুখ, শেখেরখীল সরকার বাজার ও চাম্বল বাংলাবাজারে জলকদর খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় প্রায় ৫ হাজার মিটারের ৫টি বেহুন্দী ও ২টি পেকুয়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. রাশিদুল হক, বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার আলী হাসান সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা সাথে ছিলেন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী বলেন, “মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা বন্ধ কার্যক্রম সফল করার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা এ নিয়ম মানবে না তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”