বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পাইরাং জামিয়া হাফছা(রাঃ) বাঁশখালী বালক-বালিকা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
তার নাম হাফেজ আভ্রারুল হক আবিদ(১৩) বলে জানা গেছে।
আজ সোমবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা ভবনের পাশে টিনসেড ঘরে এই ঘটনাটি ঘটে।
বাঁশখালী থানা পুলিশের এসআই আকরামুল হক বিকাল সাড়ে চারটার দিকে মাদ্রাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়া নিবাসী মাওলানা হানিফ আল মাহমুদের ছেলে পাইরাং জামিয়া হাফছা (রাঃ) বাঁশখালী মাদ্রাসার হেফজখানার ছাত্র। সে হাফেজ কোর্স শেষ করেও বর্তমানে মাদ্রাসায় পড়ছিল বলে জানান স্থানীয়রা।
তার মা পারভীনও মাদ্রাসায় চাকরির সুবাদে তারা মাদ্রাসাতে অবস্থান করে।
আজ সোমবার দুপুরের কোনো এক সময় এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঐ মাদ্রাসার এক শিক্ষক জানান, মৃত্যুর কারণ কেউ জানে না তবে সিসিটিভি ফুটেজ দেখে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে বলে স্থানীয়দের জানান।
ধারণা করা হচ্ছে, অভিমান অথবা রাগের বশীভূত হয়ে আভ্রারুল হক আবিদ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হলেও পুলিশ তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানায়।
আজ সোমবার রাতে সাড়ে ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহ থানায় এ্যাম্বুলেন্সে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে বলে একটি সূত্রে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দীন বলেন, “মাদ্রাসার নিহত ছাত্র হাফেজ আভ্রারুল হকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয় তাহলে তদন্ত করে মরদেহ দিয়ে দেয়া হবে।”
এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।