চার মাস জে‌লে থাকার পর জামিনে মুক্ত বাঁশখালীর লিয়াকত চেয়ারম্যান

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী ৪ মাস জে‌লে থাকার পর গতকাল মঙ্গলবার (১৩ জুন) রাত ১১টা ৫৫‌ মি‌নি‌টে চট্টগ্রাম কারাগার থে‌কে জা‌মি‌নে মুক্ত হ‌য়ে‌ছেন।

উ‌ল্লেখ‌্য, গত ৮ ফেব্রয়ারি রাতে দে‌শের সর্ববৃহৎ ১,৩২০ মেগাওয়ার্ট কয়লা ভি‌ত্তিক বিদ‌্যুৎ প্রকল্প এসএস পাওয়ার প্ল্যান্টের বাইরে উত্তর পাশে সংঘটিত ঘটনার জের ধ‌রে পরদিন ৯ ফেব্রয়ারি সকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের সুগন্ধা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে।

এরপর, সংঘটিত ঘটনায় বাঁশখালী থানা পুলিশের এসআই গণ্ডামারা পাওয়ার প্ল্যান্টে দায়িত্বরত এসআই লিটন চাকমা বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে, ডিবি পুলিশের এসআই হুমায়ুন কবির অস্ত্র মামলা এবং ঠিকাদার মো. সায়মন কায়ছার বাদী হয়েছে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় পৃথক তিনটি মামলা করেন। সেই সব মামলা সহ বিগত দি‌নে সংঘটিত ঘটনায় মামলার আসা‌মী হিসাবে তি‌নি কারাগা‌রে ছি‌লেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধলাঞ্চের পরও চলছে শান্ত-জয়ের মারকুটে ব্যাটিং