বাঁশখালী উপজেলা ভূমি অফিসে দলিল লেখক পরিচয় দানকারী একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার নাম মো. ইমরান (২২)। তিনি কালীপুর ইউনিয়নের শাহ আলমের পুত্র।
আজ বুধবার (১৬ নভেম্বর) উপজেলা ভূমি অফিসে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়।
বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “ইমরান প্রায় সময় দলিল লেখক হিসাবে ভূমি অফিসে এসে নানাভাবে অনিয়ম করে। এর আগে দুইবার ইমরানকে জরিমানা করা হয় ও মুচলেকা নেওয়া হয়েছিল। আজ তাকে দণ্ডডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমি চাই জনগণ তাদের কাজ অনায়াসে এসে সমাধা করুক।”
কোনো দালাল নয়, জনগণের জন্য ভূমি অফিসের দ্বার সবসময় উন্মুক্ত বলে দাবি করেন তিনি।