বাঁশখালীতে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৫:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বাঁশখালী থানা পুলিশ আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশ বিগত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের অভিযানের অংশ হিসাবে কালীপুরের আজিজ আহমদের পুত্র মাওলানা নাছির(৪০), শীলকূপের টুনু মিয়ার পুত্র মো. মোক্তার আহমদ(৪৪), পৌরসভার উত্তর জলদী এলাকার ফজলুল করিমের পুত্র ছিদ্দিক আহম্মদ(৪৮), পৌরসভার মালদার পাড়া এলাকার টুনু মিয়ার পুত্র দেলোয়ার হোসেন, শেখেরখীলের এয়াকুব আলীর পুত্র কবির হোসাইন ফারুকী(৪২)কে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে নানা অপরাধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তারা সকলেই জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে থানা সূত্র জানায়। গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে মাওলানা নাছির (এডভোকেট মো. নাছের)কে পটিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তিনি বাঁশখালীর কালীপুরে অবস্থিত মা ও শিশু হাসপাতাল এবং চাম্বলে অবস্থিত ন্যাশনাল হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক এবং বাঁশখালী আদালতের আইনজীবী।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “থানা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে বাঁশখালীর বিভিন্ন স্থান থেকে জামায়াতের ৫ জন সক্রিয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে। এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধস্বামী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু