বাঁশখালীতে বাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের অভিযানে আটক হয়নি কেউ

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ৮:৫৮ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার কালীপুরের নাথ পাড়ায় গতকাল শুক্রবার(১৭ জুন) সকালে নারায়ণ নাথ ও সুবল নাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ জনকে আসামী করে নারায়ণ নাথ বাদী হয়ে মামলা করেছেন।

মামলার পর অভিযুক্ত আসামীদের আটকের জন্য পুলিশি অভিযান পরিচালনা করা হলেও কেউ আটক হয়নি বলে জানা যায়।

শুক্রবার গভীর রাতে নারায়ণ নাথ বাদী হয়ে ইসলামুল হক প্রকাশ মাসুদ (৩৫), তার পিতা রেজাউল হক চৌধুরী প্রকাশ গিয়াস উদ্দিন (৫৫), আবু ছালেক (৪৫), মোহাম্মদ আমিন (২৭), সাহাব উদ্দিন (৩০), মো. আলম(২৮), গিয়াস উদ্দিন (৪২), মোর্শেদ আলী (৩৮), শহিদ উল্লাহ (৩৫), মো. ইকবাল (৩২), হুমায়ুন কবির বাবর (২৭), নুর উদ্দিন (৩৩) সহ ১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলায় পূর্বের সামাজিক বিরোধ সহ নির্বাচনকালীন হুমকির কথা এবং বাড়ির মালামাল, লুট হওয়া টাকা ও স্বর্ণাংকার সহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, কালীপুরের নাথ পাড়ায় শুক্রবার সকালে নারায়ণ নাথ ও সুবল নাথের বাড়ি ভাঙচুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবীর, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম সহ দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে উপজেলা সদরে কয়েকশত নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালীপুর ইউনিয়নের নাথ পাড়ায় বাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা ও আসামী গ্রেফতারের ব্যাপারে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, “এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীরা এলাকা ছাড়া হওয়াতে তাদের আটক করা যাচ্ছে না।”

তিনি বলেন, “মামলার তদন্তকারি কর্মকর্তা বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান। আমি উনাকে সহযোগিতা করছি।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে প্রকাশ্য দিবালোকে সড়কে গাছ ফেলে ডাকাতি
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবক নিহত