নৌকায় ভোট দেওয়ায় বাঁশখালীতে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ (ভিডিও দেখুন)

উপজেলা সদরে মানববন্ধন, প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৯:২৫ অপরাহ্ণ

নৌকায় ভোট দেওয়ার কারণে বাঁশখালী উপজেলার কালীপুরের নাথ পাড়ায় সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে সংঘটিত এ ঘটনায় বিকালে বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ কয়েক শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলা সদস্য সুবল নাথের স্ত্রী নিপুরা দেবী।

ঘটনার সময় পরীক্ষার প্রবেশপত্র ও বই নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে কীভাবে পরীক্ষা দেবে তা নিয়ে আর্তনাদ করতে দেখা যায় ইমন নাথকে নামে ওই পরিবারের এসএসসি পরীক্ষার্থীকে।

এদিকে, আজ শুক্রবার(১৭ জুন) রাতে এ সংবাদ লেখা পর্যন্ত বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবীর, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম সহ দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করবেন বলে ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করেন।

জানা যায়, বাঁশখালী কালীপুরের জঙ্গল গুনাগরী ১নং ওয়ার্ডের নাথ পাড়ায় দেবেন্দ্র নাথের পুত্র নারায়ণ নাথ, সুবল নাথের সাথে একই এলাকার জনৈক মাসুদের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল। তা থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়।

এদিকে, নির্বাচনে মাসুদের পছন্দের লোকদের ভোট না দেওয়া ও পূর্বের ঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে এ জায়গা ও নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ার অজুহাতে বেশ কয়েকজন সশস্ত্র যুবক দেশীয় অস্ত্র নিয়ে সুবল ও নারায়ণ নাথের টিনের ঘেরা দেওয়া বাড়ির সব মালামাল তছনছ করে এবং নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায়।

বাড়ির মহিলা সদস্যরা এগিয়ে এলে তাদের মারধর করে বলে মানববন্ধনকালে জানান ভুক্তভোগীরা।

সুবল নাথ ও তার স্ত্রী নিপুরা দেবী অভিযোগ করেন, গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তারা নৌকা প্রতীকে ভোট দেন। তাদের নাকি নৌকায় ভোট না দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তারপরও তারা নৌকায় ভোট দেয়ায় কালীপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আ.ন.ম শাহাদত আলম বিজয়ী হন।

মানববন্ধনকালে বক্তারা এ ঘটনার প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মানববন্ধন

মানববন্ধনকালে পরিবারের সদস্যরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা অপরাধীদের শাস্তি ও গ্রেফতার দাবি করেন।

ঘটনার ব্যাপারে কালীপুরের সাবেক ও বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম বলেন, “ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক।” প্রকৃত ঘটনাটি তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “জায়গা বা রাস্তা যদি পেয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে আদায় করবে কিন্তু এভাবে বাড়িঘর তছনছ করে মালামাল নিয়ে যাওয়াটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না।”

এ ব্যাপারে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, “ঘটনার পর পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা ঘটনা করেছে তার ভিডিও রয়েছে।” মামলা হলেই অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এদিকে, রাতে এ সংবাদ লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে নারায়ণ নাথ বাদী হয়ে এ ঘটনায় মাসুদ গং সহ ৮ জনকে আসামী করে মামলা করা হচ্ছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ নেতার মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা ছাত্রদল সভাপতি
পরবর্তী নিবন্ধফেসবুকে অপপ্রচারের অভিযোগে রাঙ্গুনিয়ায় গ্রেফতার ১