বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গ্রামের পাহাড়ি এলাকা থেকে সনদ দেব (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। তিনি নাপোড়া হিন্দুপাড়ার বাসিন্দা বাঁশিরাম দেবের পুত্র।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে উদ্ধারকৃত সনদ দেবের মরদেহ পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সনদ দেবের পরিবার সূত্রে জানা যায়, গত দু’দিন আগে চট্টগ্রাম শহর থেকে বাড়ি এসে নিখোঁজ হয় সনদ। পরে আজ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশ গিয়ে উদ্ধার করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “পুঁইছড়ির নাপোড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে। প্রতিবেদন এলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”