চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের চৌধুরীসহ একই পরিবারের ৫ জন খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চাম্বল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে দু’জনকে চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
অসুস্থ ফজল কাদেরের বড় ছেলে মুনতাসির মাহমুদ বলেন, “রবিবার রাতে আমার ছোট বোন সাদিয়া সোলতানা আঁখি (১৮) ছাড়া বাড়ির অন্যরা সবাই রাতের খাবার শেষ করে। কিছুক্ষণ পর আমার বাবা অসুস্থ হয় পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মা ও বোন, বোনের কন্যা শিশু ও কাজের লোকসহ সবার অবস্থা খারাপ হলে সবাইকে চাম্বলে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাবা ও বোনের মেয়ের অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।”
পাঁচজনই অসুস্থরা হলেন চাম্বলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী (৫৬), তার স্ত্রী সেতারা বেগম (৪৫), কন্যা ফজিয়া কাদের তিন্নী (২৪), নাতনী তাওশিয়াত ইদনাত (২) ও তাদের বাড়ির কাজের সহযোগী মো. জুনাইদ (১১)।
তবে এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “খাবারের বিষক্রিয়ায় চাম্বলের একই পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার খবর পেয়েছি। তবে তাদের পরিবারের কেউ আমাদেরকে এখনো জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।”