বাঁশখালী‌তে পোড়ানো হলো ৮ লাখ টাকার জাল

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৯:১০ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে জাল পাতার অ‌ভি‌যো‌গে বাঁশখালীতে ৮ লাখ টাকার ১০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। প‌রে জব্দকৃত বেহুন্দি জালগু‌লো সবার উপ‌স্থি‌তি‌তে পুড়িয়ে ফেলা হয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৮ জুলাই) বাঁশখালীর ছনুয়া ইউ‌নিয়‌নের খাটখালী ও ফাঁড়িরমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা পদ্মা কর্তৃক আটককৃত ৮ লাখ টাকার ১০টি বড় বেহুন্দি জাল জব্দ করা হয় হস্তান্তর করে উপজেলা সিনিয়র মৎস্য দপ্ত‌রে। জব্দকৃত জালগুলো সবার উপস্থিতি পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, মেরিন এ্যাসিস্ট্যান্ট সহ দা‌য়িত্বশীল কর্মকর্তারা।

বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা বলেন, “নিষিদ্ধ সময়ে সাগরে মাছ আহরণকারীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় সাগর থেকে ৮ লাখ টাকার ১০টি বড় বেহুন্দি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সেসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

উ‌ল্লেখ্য, আগামী ২৪ জুলাই পর্যন্ত সাগ‌রে মাছ ধরা নি‌ষিদ্ধ থাক‌লেও বি‌ভিন্ন হাট-বাজা‌রে ই‌লিশ সহ বি‌ভিন্ন সামু‌দ্রিক মাছ বেচা‌বি‌ক্রি চল‌ছে। তা নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ও প্রিন্ট মি‌ডিয়ায় লেখা‌লে‌খি হ‌লে তৎপরতা বৃ‌দ্ধি ক‌রে মৎস্য বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধএক রাতেই ৮ গরু নিয়ে গেল চোরের দল
পরবর্তী নিবন্ধরাঙামাটির লংগদুতে গোলাগুলিতে যুবক নিহত