বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি আল্লাহর দান ফিশিং ট্রলার থেকে পানিতে পড়ে গিয়ে মো. হেফাজুল ইসলাম(২১) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ জেলে মো. হেফাজুল ইসলাম শখেরখীল ইউনিয়নের গুইল্যাখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবুল হাশেমের ছেলে।
স্থানীয় মাঝিমাল্লা ও ফিশিং বোট মালিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বাঁশখালীর শেখেরখীল গুইল্যাখালী এলাকা থেকে এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারে করে মাঝিমাল্লাসহ ১৮ জনের একটি দল বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সেখানে আজ সোমবার(২৫ জুলাই) সকালে সবার অজান্তে হেফাজুল ইসলাম সাগরের পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার ব্যাপারে এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারের মালিকপক্ষের আবু ছিদ্দিক বলেন, “সাগরে পড়ে যাওয়ার পর মাঝিমাল্লারা অনেক খোঁজাখুঁজি করেও হেফাজুল ইসলামকে পায়নি। পরে সাড়ে ৪ ঘন্টা সাগরে ট্রলার চালিয়ে নেটওয়ার্কের আওতায় এসে তারা জেলে হেফাজুল ইসলাম সাগরের পানিতে পড়ে নিখোঁজ হয় বলে আমাদেরকে জানায়।”
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. শাকের উল্লাহ্ বলেন, “মাঝিসহ জেলেরা সবাই একই এলাকার। সাগরে মাছ ধরতে গিয়ে হেফাজুল ইসলাম নামে ছেলেটি সাগরে পড়ে নিখোঁজ হওয়ার পর অনেক সন্ধান করেও তার খবর পাওয়া যায়নি। এদিকে, শেখেরখীল ফিশিংবোর্ট মালিক সমিতি সহ যৌথভাবে তাকে উদ্ধার করার তৎপরতা চালিয়ে যাচ্ছে।”
নিখোঁজ জেলে হেফাজুলকে উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, বাংলাদেশ জাতীয় ফিশিং বোর্ট মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস শুক্কুর বলেন, “এ ঘটনার খবর পেয়ে আমরা সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। বেশ কয়েকটি ফিশিংবোর্ট সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।”