চট্টগ্রামের বাঁশখালীতে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে মাছ পরিবহনকালে প্রায় ৫৭ মণ সামুদ্রিক মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আজ সোমবার (১৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী, মেরিন ফিশারিজ অফিসার মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ থাকলেও আজ সোমবার দুপুরে উপজেলা সদর হয়ে দু’টি ট্রাকে করে মাছ পরিবহনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রায় ৫৭ মণ সামুদ্রিক মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়।
পরে সেই মাছ প্রকাশ্যে নিলাম দেওয়া হলে তা ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয় আর ট্রাক চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।