বাঁশখালীতে আগুনে পুড়ল ১২ বা‌ড়ি

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:৫৭ অপরাহ্ণ

বাঁশখালীর খানখানাবা‌দ ইউ‌নিয়‌নের ১নম্বর ওয়া‌র্ডের চৌধুরী বা‌ড়ি‌তে অ‌গ্নিকা‌ণ্ডে ১২টি বা‌ড়ির মালামাল পুড়ে ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে।

আজ র‌বিবার (১২ নভেম্বর) রাতে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে ব‌লে স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও ক্ষ‌তিগ্রস্থ প‌রিবার সূত্রে জানা যায়।

অ‌গ্নিকা‌ণ্ডে খানখানাবা‌দ ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের চৌধুরী বা‌ড়ির বদি আহমদ, ছরোয়ার আলম, মো. করিম, মো. মিয়া, মো. সাদ্দাস, মাহবু আলম, আহমদ কবির, আবু তা‌লেব, জয়নাল আ‌বেদীন, হা‌ফেজ আলমগীর,‌ মো. লোকমান, জালাল সহ প্রায় ১০/১২টি বা‌ড়িঘ‌রের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হ‌য়ে যায় ব‌লে জানান স্থানীয় ইউ‌পি সদস্য আ‌নোয়ারুল ইসলাম।

তি‌নি আ‌রো জানান, স্থানীয় জনগণ এ‌গি‌য়ে আসায় ফায়ার সা‌র্ভিস টিম ঘটনাস্থ‌লে আসার আ‌গেই আগুন নিয়ন্ত্রণে চ‌লে আ‌সে।

র‌বিবার রাত ১০টায় এ সংবাদ লেখাকালীন সম‌য়ে খানখানাবা‌দ ইউ‌নিয়‌নের চেয়ারম্যান জসীম উ‌দ্দিন হায়দার ব‌লেন, “অ‌গ্নিকা‌ণ্ডের খবর পে‌য়ে আ‌মি সহ এলাকার জনগণ ঘটনাস্থ‌লে ছু‌টে আ‌সে। আগু‌নে ১০/১২‌টি বা‌ড়ির মালামাল পুড়ে যায়। বা‌ড়ির মা‌লিক‌দের সা‌থে কথা ব‌লে প্রকৃত ক্ষয়ক্ষ‌তি নিরুপণ ক‌রে উপ‌জেলা প্রশাসন‌কে অব‌হিত করা হ‌বে।”

বর্তমা‌নে তার ব্যক্তিগত ও প‌রিষ‌দের পক্ষ থে‌কে প্রাথ‌মিকভা‌বে শুক‌নো খাবার সহ প্রয়োজনীয় জি‌নিসপত্র প্রদান করা হ‌বে ব‌লে জানান তিনি।

অ‌গ্নিকা‌ণ্ডের ব্যাপা‌রে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জেস‌মিন আক্তার ব‌লেন, “খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস টিম‌কে ঘটনাস্থ‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ক্ষ‌তিগ্রস্থ প‌রিবারগু‌লো‌কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সর্বাত্মক সহ‌যো‌গিতা করা হ‌বে।”

পূর্ববর্তী নিবন্ধলবণ চাষির ছদ্মবেশে স্ত্রীর মামলায় স্বামীকে ধরল পুলিশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা