বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ প‌রিবা‌র

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ১০:১৬ অপরাহ্ণ

বাঁশখালী উপ‌জেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২নং ওয়ার্ডের চরতিয়া পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লক্ষ টাকা হ‌বে ব‌লে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ এ ঘটনা ঘটে এবং চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় ক্ষ‌তিগ্রস্থ সাত পরিবা‌রের সদস‌্যরা হ‌লেন আব্দুল হকের পুত্র নাছির উদ্দিন, রেজাউল করিম, ফজল করিম, মৃত আতর আলীর পুত্র আব্দুল হক, আব্দুল আজিজ, আব্দুল কাদের ও মৃত মমতাজের পুত্র মোজাহের আহমদ।

প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড সংঘটিত এলাকা‌টি খুবই ঘনবসতিপূর্ণ। সবগুলো ঘর ছিল টিনের চালা ও বেড়ার। যথাসময়ে ফায়ার সার্ভিস না আসলে অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ আযাদুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের টিমসহ আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তারপ‌রও আগু‌নে ৭ পরিবারের মালামাল ক্ষতিগ্রস্থ হয়।”

চাম্বল ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মু‌জিবুল হক চৌধুরী ব‌লেন, “তিনটি বসতঘ‌রে ৭‌টি প‌রিবার বসবাস করত। আগু‌নে এক‌টি বা‌ড়ি ভেঙেও যায়।”

ইউনিয়ন প‌রিষ‌দের পক্ষ থে‌কে তা‌দের সহ‌যো‌গিতা করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই ট্রাক
পরবর্তী নিবন্ধট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেল দ্রুতগামী ট্রাক