বাঁশখালীতে আগুনে ৩‌ বা‌ড়ির মালামাল পুড়ে ২০ লক্ষা‌ধিক টাকার ক্ষ‌তি

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৬:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার পুকু‌রিয়া‌ ইউ‌নিয়‌নে নাটমুড়া গুচ্ছগ্রা‌মে অ‌গ্নিকা‌ণ্ডে ৩‌টি বা‌ড়ির মালামাল পুড়ে ২০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

আজ বৃহস্প‌তিবার (২ মার্চ) সকা‌লে বিদ‌্যু‌তের শর্টসা‌র্কি‌ট থে‌কে এ আগু‌নের সূত্রপাত হয় বলে জানান স্থানীয় জনপ্রতি‌নি‌ধিরা।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী এবং ক্ষ‌তিগ্রস্থ প‌রিবার সূত্রে জানা যায়, পুকুরিয়া ৬নং ওয়ার্ড নাটমুড়া গুচ্ছগ্রামের মোহাম্মদ আলীর সেমি পাকা বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থে‌কে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পার্শবর্তী মোহাম্মদ মোস্তাকিম এবং তার ছোট ভাই মোহাম্মদ ইকবালের বাড়িতে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

আ‌শেপা‌শে পর্যাপ্ত পা‌নি না থাকায় এবং বাঁশখালী ফায়ার সা‌র্ভিসের টিম এলাকায় সরু সড়‌কের কার‌ণে ভিত‌রে ঢুক‌তে না পারায় তিনটি পরিবারের সবকিছু পুড়ে যায়।

প‌রিবা‌রের সদস‌্যরা জানান, আগু‌নে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বিশ লাখ টাকা হ‌তে পা‌রে।

খবর পে‌য়ে পুকু‌রিয়া‌ ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মো. আসহাব উ‌দ্দিন এবং ইউ‌পি সদস‌্য মো. ফ‌রিদ আহমদ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী পুকু‌রিয়া‌ ইউ‌নিয়‌নে অ‌গ্নিকা‌ণ্ডে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবারগু‌লো‌কে প্রশাস‌নের পক্ষ সা‌র্বিক সহ‌যো‌গিতা কর‌বেন ব‌লে জানান।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে মাইনিং মোবাইল অ্যাপস বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধদাম কমলো এলপি গ্যাসের