বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ি বানর মারা এলাকায় অসুস্থ হয়ে গত ১৪/১৫ দিন আগে মারা যাওয়া পুঁতে ফেলা বাচ্চা হাতিকে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে।
আজ সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের সহযোগিতায় এ ময়নাতদন্ত করা হয়।
জানা যায়, গত ১৪/১৫ দিন আগে পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ি বানর মারা এলাকায় অসুস্থ হয়ে এক বাচ্চা হাতি মারা গেলে বনবিভাগ প্রয়োজনীয় কাজ শেষে মাটিতে পুঁতে ফেলে।
এদিকে, অভিযোগ উঠে একটা হাতিকে গুলিতে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে।
তারই প্রেক্ষিতে পুঁতে ফেলা হাতির বাচ্চাটিকে আজ সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের সহযোগিতায় ময়নাতদন্ত করা হয়।
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, গত ১৪/১৫ দিন আগে পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ি বানর মারা এলাকায় এ বাচ্চা হাতিটি অসুস্থ হয়ে মারা গেলে তা ডাক্তারের ময়নাতদন্ত সাপেক্ষে পুঁতে ফেলা হয়েছিল।
স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে আজ সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের সহযোগিতায় আবারো ময়নাতদন্ত করা হয় বলে জানান তিনি।